আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ মোড় অবরোধ

ঢাবি সংবাদদাতা
সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ মোড় অবরোধ
ছবি: আমার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিজ্ঞাপন

বোরবার বেলা পৌনে ৪টা নাগাদ সাম্য হত্যার বিচার চেয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই,’ ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ প্রভৃতি স্লোগান দেন।

এর আগে বেলা ১১টার দিকে সাম্য হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

পরে দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। নির্ধারিত সময়ে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন