‘জেতা নয়, বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ’

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৫
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৯

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের। তবে নির্বাচনি প্রচার-প্রচারণার উত্তাপের মধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, জেতা নয়, বরং বেঁচে থাকাটাই এখন তাঁর জন্য বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কাদের লেখেন, ‘আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই প্রতিনিয়ত আমার ওপর মানসিক চাপ বাড়ছে। ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে উঠি; শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন?

কাদেরের দাবি, অনলাইনে অব্যাহত হেনস্তার পাশাপাশি তাঁর পরিবারও আক্রমণের শিকার হচ্ছে। “কেবল অনলাইনে এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো, কিন্তু বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শুনাচ্ছেন!— লিখেছেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, “১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পুরো বক্তব্য তুলে ধরলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারতো। কেবল তো শুরু, আরো ৫ দিন বাকি। ততোদিনে কি যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরো বেশি ট্রমাটাইজড হয়ে যাই।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত