আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকার তিনটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার (আঞ্চলিক নির্বাচন অফিস) কার্যালয়ে গিয়ে তারা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রকারীরা হলেন- ঢাকা-৮ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ।
ঢাকা মহানগর জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর পাবনা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন মনোনয়নপত্র গ্রহণ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

