মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে জাগপার শোকপ্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৭: ০৯

দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান-এর মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম (৮৭) আজ ভোর বেলা ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাহি রাজিউন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

নেতৃদ্বয় বলেন, মরহুমা অধ্যাপকিকা মাহমুদা বেগম ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নিবেদিত সমাজ সেবক। সুশিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষা বিস্তারে তাঁর অবদান ভুলার নয়। এই গুণীজনের শিক্ষা বিস্তারের কারণে অসংখ্য ছাত্র-ছাত্রীরা আজ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন।

শোকবার্তায় নেতৃদ্বয় আরো বলেন, দুনিয়াতে বেঁচে থাকতে মায়ের ঋণ ও মৃত্যুর পর মায়ের শোক কোন সন্তান সহিতে পারে না।

মহান আল্লাহ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শোক সহিবার শক্তি দান করুন এবং মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থানে অধিষ্ঠিত করুন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত