আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধর্মবাদী ফ্যাসিবাদ মানুষ গ্রহণ করবে না: জোনায়েদ সাকী

স্টাফ রিপোর্টার

ধর্মবাদী ফ্যাসিবাদ মানুষ গ্রহণ করবে না: জোনায়েদ সাকী

মতভিন্নতা থাকবে। কিন্তু সমাজে যদি তারা জবরদস্তি করতে চায়, কেউ সেটা মেনে নিবে না। কোনো একটা শক্তি যদি ধর্মবাদী ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে মানুষ গ্রহণ করবে না বলেও মনে করেন জোনায়েদ সাকী। বিচারের কাজ যদি এগিয়ে নিতে না পারেন, উসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারলে সরকারকে জবাবদিহি করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, উসমান হাদিকে হত্যার মাধ্যমে ভয় তৈরি করে নির্বাচন বানচাল করতে চায়। পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। নির্বাচন বানচাল করে দেশকে ধ্বংস করতে চায়। তারা গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা বহুদিন বলেছি, বিচার সংস্কার ও নির্বাচন করতে হবে। উসমান হাদির শাহাদাতের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ এবং আগুন তৈরি হয়েছে। একটি দল নিজেদেরকে নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। বিভিন্ন সংবাদমাধ্যমে হামলা করল। সরকার এই বিষয়ে নিশ্চুপ রয়েছে। সরকার কি পতিত ফ্যাসিস্টদের ভয়ের রাজনীতি করেছিল, তেমনি নতুন ফ্যাসিস্ট তৈরি বা জন্ম দিতে চায়?  প্রশ্ন বাংলাদেশের মানুষের বলেও দাবি করেন সাকী।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদীরা সংবাদপত্র বা গণমাধ্যমে হামলা করেছিল, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। যারাই বিশৃঙ্খলা করছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার শিশু মেয়ে আয়েশাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা জানি বাংলাদেশে কিছু ঘটলে পাশের দেশ ভারত হিন্দুত্ববাদ কায়েম করতে চায়। আমরা এসবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন