স্টাফ রিপোর্টার
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশ সফরে যাওয়া ডেলিগেশনে তাদের দলের কেউ প্রতিনিধিত্ব করছে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার রাত পৌনে ২টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ একটি প্রতিনিধিদল গতকাল রাতে চীন সফরে গেছেন। ২১ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। জাতীয় নাগরিক কমিটির তিন ছাত্রনেতা রয়েছেন এই প্রতিনিধি দলে। তারা হচ্ছেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সমন্বয়ক আলী আহসান জোনায়েদ, রাফি সালমান রিফাত ও মুখপাত্র রিয়াজ হোসেন।
তবে এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি ডেলিগেশনের সাথে চীন সফরে যাচ্ছেন।
জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায় যে, কমিটি এ বিষয়ে অবগত নয় এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। একই সঙ্গে, জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এই ডেলিগেশনে অংশগ্রহণ করছেন না বা কমিটির প্রতিনিধিত্ব করছেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটি আরও স্পষ্ট করতে চায় যে, সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ জাতীয় নাগরিক কমিটির নাম ব্যবহার করে ডেলিগেশনে যোগ দেয় বা কোনোভাবে কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করে, তবে তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং এর সাথে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে যোগাযোগ করে, তাহলে যাচাই করে নিশ্চিত হওয়ার পরই যে কোনো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল মহলকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশ সফরে যাওয়া ডেলিগেশনে তাদের দলের কেউ প্রতিনিধিত্ব করছে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার রাত পৌনে ২টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ একটি প্রতিনিধিদল গতকাল রাতে চীন সফরে গেছেন। ২১ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। জাতীয় নাগরিক কমিটির তিন ছাত্রনেতা রয়েছেন এই প্রতিনিধি দলে। তারা হচ্ছেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সমন্বয়ক আলী আহসান জোনায়েদ, রাফি সালমান রিফাত ও মুখপাত্র রিয়াজ হোসেন।
তবে এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি ডেলিগেশনের সাথে চীন সফরে যাচ্ছেন।
জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায় যে, কমিটি এ বিষয়ে অবগত নয় এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। একই সঙ্গে, জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এই ডেলিগেশনে অংশগ্রহণ করছেন না বা কমিটির প্রতিনিধিত্ব করছেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটি আরও স্পষ্ট করতে চায় যে, সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ জাতীয় নাগরিক কমিটির নাম ব্যবহার করে ডেলিগেশনে যোগ দেয় বা কোনোভাবে কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করে, তবে তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং এর সাথে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে যোগাযোগ করে, তাহলে যাচাই করে নিশ্চিত হওয়ার পরই যে কোনো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল মহলকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
৩১ মিনিট আগেএর আগে বিকেল ৫টার দিকে তারা যমুনায় পৌঁছান। নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
১ ঘণ্টা আগেপ্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
২ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন করা উচিত।
২ ঘণ্টা আগে