মানববন্ধনে লেবার পার্টির চেয়ারম্যান

জাতীয় পার্টিকে সঙ্গে নিয়েই আ’লীগ অত্যাচার করেছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৫৯

জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আওয়ামীলীগ সারাদেশব্যাপী অন্যায় অত্যাচার করেছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। তিনি বলেন, তাই আজ আমাদের কথা পরিষ্কার, যারা অন্যায় অত্যাচার করেছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী দিনে কৃষক, শ্রমিক, জনতাকে সঙ্গে নিয়ে এই দেশকে আমরা গড়ে তুলব। কিন্তু অতীতে যারা আওয়ামীলীগের সাথে মিলেমিশে দেশকে অকার্যর করতে ভূমিকা রেখেছে তাদের প্রত্যাখান করতে হবে।

বিজ্ঞাপন

এদিকে একই অনুষ্ঠানে বিএনপি ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, ফ্যাসিবাদের কোন অংশ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তাদের ঘরকে বাংলাদেশের মানুষ টয়লেট বানিয়ে দেবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত