বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ এনে এনসিপির ২ নেতার পদত্যাগ

উপজেলা প্রতিনিধি হরিপুর (ঠাকুরগাঁও)
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২১: ১৪

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দু’নেতা। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগের ঘোষনা দেন তারা।

কমিটির সদস্য রাশেদুল ইসলাম ওরফে রাসেল ও সোহেল রানা তাদের নাম প্রত‍্যাহার করেন।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে উল্লেখ করেন জুলাই বিপ্লবের কিছুদিন পরে সারাদেশের ন্যায় বর্তমান এনসিপির নেতা নাসরুদ্দীন পাটোয়ারি স্বাক্ষরিত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ৯৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে এনসিপি গঠন হলে জাতীয় নাগরিক কমিটির অধিকাংশ সদস্য এনসিপির সঙ্গে যুক্ত হয়। কিন্তু এনসিপির বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তারা আরো বলেন বর্তমান দলীয় কর্মকাণ্ড জুলাই বিপ্লবের নীতি আদর্শের পরিপন্থি মনে হাওয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দলীয় বর্তমান পথচলা আমার ব্যক্তিগত আদর্শ এবং মূল্যবোধের সঙ্গেও সাংঘর্ষিক, আমরা গভীরভাবে হতাশ এবং বিচলিত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত