আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যে কারণে বাতিল হলো ইসলামি বক্তা আনসারীর মনোনয়নপত্র

জেলা প্রতিনিধি, মাদারীপুর

যে কারণে বাতিল হলো ইসলামি বক্তা আনসারীর মনোনয়নপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়লেন আলোচিত ইসলা‌মিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারী। এছাড়া বাদ পড়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মো. রেয়াজুল ইসলাম।

শুক্রবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বতন্ত্র এ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।

বিজ্ঞাপন

অপর‌দিকে এ আসনে বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজ‌লিসের আব্দুস সোবাহান, জাতীয় পা‌র্টির মো. ম‌হিদুল ইসলাম, কল্যাণ পা‌র্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের মোহাম্মদ দিদার হোসেন, স্বতন্ত্র হিসেবে মিল্টন বৈদ্য ও সহিদুল ইসলাম খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, এনবিআর কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন বাতিলের বিষয়ে জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কামরুল ইসলামের ১ শতাংশ ভোটারের যে সমর্থন তা‌লিকা দেওয়া হয়েছিল, তা থেকে ১০ জ‌নের নাম-ঠিকানা ও স্বাক্ষর চেক করা হলে একজনের জাতীয় প‌রিচয়পত্র আর ব্যক্তির নামে অমিল পাওয়ায় তা‌র মনোনয়ন বা‌তিল করা হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।

এ বিষয়ে কামরুল ইসলাম আনসারী বলেন, যে তা‌লিকার ব্যক্তির কথা বলা হয়েছে, তিনি সশরীরে উপ‌স্থিত হতে চেয়েছেন, তার পরেও রিটা‌র্নিং কর্মকর্তা মনোনয়ন বা‌তিল করেছেন। আমি এর প্রতিবাদে আপিল করবো, আশা রা‌খি সেখানে ন্যায়বিচার পাব।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন