স্টাফ রিপোর্টার
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানবতার সেবাই ইসলামের প্রকৃত শিক্ষা।হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি শুধু দাওয়াহ নয়, মানবকল্যাণেও বিশেষ অবদান রেখে চলেছে। এই সংগঠন দেশ-বিদেশে বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য যে সহায়তা পৌঁছে দিয়েছে তা প্রশংসার দাবি রাখে।
শনিবার রাজধানীর মিরপুর পুলিশ কনভেনশন হলে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে সেবা ও দাওয়াহ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকের প্রজন্মকে দ্বীনের সঠিক দাওয়াহর পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই প্রকৃত ইসলামি সমাজ গঠন সম্ভব হবে।
সংস্থার সভাপতি ও বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি মুহসিন বিন মুঈন, নির্বাহী সদস্য তানবীরুল হাসান ও কামরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন- মুফতি হারুন ইজহার, সাইফুর রহমান সাগর, শায়খ জসিম উদ্দীন রাহমানি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি, মুফতি রেজওয়ান রফিকী, ড. মোহসিন রশিদ, মুফতি রেজাউল করিম আবরার, অ্যাড. নাজমুস সাদাত, সংস্থার মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক আবুল কাইউম, আফগানিস্তান রাষ্ট্রদূতসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্মেলনে আগত মেহমানদের প্রতি কৃতজ্ঞতা আদায় করে সংক্ষেপে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কার্যক্রম তুলে ধরেন সংস্থার সভাপতি মুফতি মাহফুজুল হক। মানুষের জন্য সেবার কাজ আরও বেগবান করতে সবাইকে হাফেজ্জীতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানবতার সেবাই ইসলামের প্রকৃত শিক্ষা।হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি শুধু দাওয়াহ নয়, মানবকল্যাণেও বিশেষ অবদান রেখে চলেছে। এই সংগঠন দেশ-বিদেশে বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য যে সহায়তা পৌঁছে দিয়েছে তা প্রশংসার দাবি রাখে।
শনিবার রাজধানীর মিরপুর পুলিশ কনভেনশন হলে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে সেবা ও দাওয়াহ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকের প্রজন্মকে দ্বীনের সঠিক দাওয়াহর পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই প্রকৃত ইসলামি সমাজ গঠন সম্ভব হবে।
সংস্থার সভাপতি ও বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি মুহসিন বিন মুঈন, নির্বাহী সদস্য তানবীরুল হাসান ও কামরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন- মুফতি হারুন ইজহার, সাইফুর রহমান সাগর, শায়খ জসিম উদ্দীন রাহমানি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি, মুফতি রেজওয়ান রফিকী, ড. মোহসিন রশিদ, মুফতি রেজাউল করিম আবরার, অ্যাড. নাজমুস সাদাত, সংস্থার মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক আবুল কাইউম, আফগানিস্তান রাষ্ট্রদূতসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্মেলনে আগত মেহমানদের প্রতি কৃতজ্ঞতা আদায় করে সংক্ষেপে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কার্যক্রম তুলে ধরেন সংস্থার সভাপতি মুফতি মাহফুজুল হক। মানুষের জন্য সেবার কাজ আরও বেগবান করতে সবাইকে হাফেজ্জীতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মক্কার মসজিদুল হারামের অন্যতম পবিত্র স্থান হাতিম। কাবার মূল কাঠামোর অংশ হিসেবে বিবেচিত এ স্থানটি মুসল্লিদের জন্য অত্যন্ত সম্মানিত ও নামাজ আদায়ের আকাঙ্ক্ষিত জায়গা। এখানে শৃঙ্খলাপূর্ণ উপায়ে ইবাদত নিশ্চিত করতে পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
১ দিন আগেখাদ্যগ্রহণ যেমন ক্ষুধা মেটানোর জন্য অপরিহার্য, প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে খাদ্যগ্রহণের ক্ষেত্রে উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। মানুষ যা খায়, যেভাবে খায়—তা তার চরিত্র, নীতি ও রুচির পরিচয় বহন করে। তাই ইসলাম আমাদের খাওয়ার উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার শিখিয়েছে।
২ দিন আগেসম্প্রতি ইসলামি আলোচক আমীর হামজা আল্লাহর রাসুল (সা.)–কে ‘সাংবাদিক’ বলেছেন। তিনি যুক্তি দিয়েছেন, যেহেতু নবী (সা.) ছিলেন আল্লাহর বার্তাবাহক, তাই রূপক অর্থে তাঁকে সাংবাদিক বলা যেতে পারে। কিন্তু বাস্তবে এই তুলনা ইসলামি দৃষ্টিকোণ থেকে বিভ্রান্তিকর এবং রাসুলের মর্যাদার পরিপন্থী।
৬ দিন আগেআমাদের সমাজে বেশ পরিচিত দুটি শব্দ হলো অলি-আওলিয়া। বাঙালি মুসলমান সমাজে সাধারণত মুসলমানদের একটি বিশেষ শ্রেণিকে অলি-আওলিয়া মনে করা হয়। অলি-আওলিয়াদের বিশেষ মর্যাদা ও ক্ষমতা আছে এমন বিশ্বাসও সাধারণ মুসলমানদের রয়েছে।
৬ দিন আগে