মানবতার সেবাই ইসলামের প্রকৃত শিক্ষা: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২১

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানবতার সেবাই ইসলামের প্রকৃত শিক্ষা।হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি শুধু দাওয়াহ নয়, মানবকল্যাণেও বিশেষ অবদান রেখে চলেছে। এই সংগঠন দেশ-বিদেশে বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য যে সহায়তা পৌঁছে দিয়েছে তা প্রশংসার দাবি রাখে।

শনিবার রাজধানীর মিরপুর পুলিশ কনভেনশন হলে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে সেবা ও দাওয়াহ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকের প্রজন্মকে দ্বীনের সঠিক দাওয়াহর পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই প্রকৃত ইসলামি সমাজ গঠন সম্ভব হবে।

সংস্থার সভাপতি ও বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি মুহসিন বিন মুঈন, নির্বাহী সদস্য তানবীরুল হাসান ও কামরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন- মুফতি হারুন ইজহার, সাইফুর রহমান সাগর, শায়খ জসিম উদ্দীন রাহমানি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি, মুফতি রেজওয়ান রফিকী, ড. মোহসিন রশিদ, মুফতি রেজাউল করিম আবরার, অ্যাড. নাজমুস সাদাত, সংস্থার মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক আবুল কাইউম, আফগানিস্তান রাষ্ট্রদূতসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্মেলনে আগত মেহমানদের প্রতি কৃতজ্ঞতা আদায় করে সংক্ষেপে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কার্যক্রম তুলে ধরেন সংস্থার সভাপতি মুফতি মাহফুজুল হক। মানুষের জন্য সেবার কাজ আরও বেগবান করতে সবাইকে হাফেজ্জীতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত