প্রতিকূল আবহাওয়ায় স্থগিত এনসিএল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৫

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শুরুর দিন থেকেই বৃষ্টির বাধায় বিপর্যস্ত অবস্থায় পড়ে এর আয়োজন। উদ্বোধনী দিনে রাজশাহী ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচটি হয় মাত্র ৫ ওভার। একই দিনে বগুড়ায় বৃষ্টির কারণে বাতিল হয় সিলেট ও রংপুরের মধ্যকার ম্যাচ। পরের দুদিন বৃষ্টির পূর্বাভাস থাকায় খেলা বগুড়া থেকে সরিয়ে রাজশাহীতে নেওয়া হয়। তবে রাজশাহীতেও একই কারণে মাঠে গড়ায়নি কোনো খেলা। ফলে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি। যে কোনো নতুন অগ্রগতি হলে জানিয়ে দেওয়া হবে।’

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় সেদিন পর্যন্ত স্থগিত করা হয়েছে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর। বৃষ্টির মৌসুমে বগুড়া ও ঢাকায় এনসিএল টি-টোয়েন্টির মতো টুর্নামেন্ট আয়োজন করায় বেশ ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেটাররা। মূলত বগুড়া ও রাজশাহীতে বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুতিতে বাড়তি সময় লাগে বলেই এত ক্ষোভ ছিল। শেষ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত স্থগিত করা হয় এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর।

বিষয়:

এনসিএল

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত