আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিপিএল ২০২৫

শেষ মুহূর্তে শাকিব খানের দলে রানা

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
শেষ মুহূর্তে শাকিব খানের দলে রানা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটসে অবিক্রীত ছিলেন মেহেদি হাসান রানা। অবশেষে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে দল পেলেন এই বাঁ-হাতি পেসার।

বিজ্ঞাপন

রানাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় আছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। এর আগে রানা ছাড়াও আবু জায়েদ চৌধুরী রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোস্তাফিজুর রহমানদের মতো আরও কয়েকজন দেশি পেসার দলে ভিড়িয়েছে ঢাকা। এদের পেছনে ফেলে একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে যায় রানার জন্য।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ রানা। চলমান জাতীয় লিগ টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। খেলেছেন বিপিএলের বেশ কয়েকটি আসরে। সবশেষ আসরে তার ঠিকানা ছিল চট্টগ্রাম। বন্দর নগরীর হয়ে সেবার ১০ ম্যাচে মাঠে নামেন রানা। ঝুলিতে পুরেন ৭ উইকেট। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন