বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছে রাজশাহী

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৫: ০০

দায়িত্ব নিয়েই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিপিএলে বাড়বে ভেন্যু সংখ্যা। সে তালিকায় ছিল রাজশাহী ও বরিশালের দুই ভেন্যুর নাম। শেষ পর্যন্ত রাজশাহীকে বেছে নিয়েছে বিসিবি। জানা গেছে, আগামী আসরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি রাজশাহীতে আয়োজন করা হবে ম্যাচ। বিষয়টি একরকম চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। বরিশালের স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো পুরোপুরি সম্পন্ন না হওয়ায় এই ভেন্যুকে এবারের আসরের জন্য বিবেচনায় রাখেনি বিসিবি।

বিজ্ঞাপন

দিন কয়েক আগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে যান বিসিবির কর্মকর্তা। সেখান থেকে ফিরে তাদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী মূল মাঠ ও অনুশীলন মাঠের সবকিছু ঠিকঠাক আছে। ফলে সেখানে খেলা আয়োজন করতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে। তবে রাজশাহীতে খেলা আয়োজনের জন্য বড় প্রতিবন্ধকতা ছিল সেরা মানের হোটেলের অনুপস্থিতি। আগামী কয়েকদিনের মধ্যে সে সমস্যা কেটে যাওয়ার নিশ্চয়তা পেয়েছে বিসিবি। পাশাপাশি এই মাঠের ড্রেসিংরুম, গ্যালারি, প্রেস বক্স ও অন্যান্য সুবিধা নিয়েও ছিল নানা অভিযোগ।

বিসিবির গ্রাউন্ডস কমিটি ও ফ্যাসিলিটিজ কমিটি সূত্রে জানা গেছে, মূল মাঠের ড্রেসিংরুম, গ্যালারি, প্রেসবক্স ও অন্যান্য সুবিধাদিতে থাকা সমস্যাগুলো অতি দ্রুতই সংস্কার করা সম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা আমার দেশকে জানান, এক মাসের মধ্যে খেলা আয়োজনের জন্য রাজশাহীকে পুরোপুরি প্রস্তুত করা সম্ভব। বিসিবি থেকে রাজশাহীতে খেলা আয়োজনের সবুজ সংকেত পাওয়ায় সংস্কার কাজ শুরুর প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত