‘এই উইকেটে ব্যাটিং করা কঠিন’

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮: ০০

ম্যাচ জেতাতে না পারার ব্যর্থতার দায় আগেই কাঁধে নিয়ে নেন সংবাদ সম্মেলনে আসা তানজিদ তামিম। শুরুর প্রশ্নের উত্তরেই তিনি বলেন, ‘উইকেটটা যেমন ছিল এখানে সেট ব্যাটসম্যান হয়ে শেষ করতে হয় উইকেটে, কারণ উইকেটটা একটু স্লো ছিল, বল আসতেছিল না ব্যাটে।’ দায় নিজের কাঁধে নিয়ে তানজিদ তামিম জানান এই উইকেটে নতুন ব্যাটারদের জন্য ব্যাটিং করা কঠিন। পাশাপাশি ম্যাচজুড়ে দুয়োধ্বনি পাওয়া জাকের আলীকে সমর্থন দিয়েছেন বলেও জানান এই ওপেনার।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ১৫০ রানের লক্ষ্যে মাত্র ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। এই রান তাড়া করতে না পারার ব্যর্থতা নিয়ে তানজিদ তামিম বলেন, ‘যেই উইকেটেই থাকুক না কেন, ১৫০ রান এটা আসলে চেজ অ্যাবল ছিল। এটা আসলে ব্যাটারদের ব্যর্থতা। আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই। তো আসলে... এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। হয়তোবা আমাদের একটা ব্যাড ডে ছিল ব্যাটসম্যানদের জন্য। বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো, এটা আমাদেরই বের করতে হবে।’

১৮ বলে ১৭ রান জাকেরকে নিয়ে করা প্রশ্নের উত্তরে তানজিদের ভাষ্য ছিল, ‘ঐ সিরিজে দেখছেন, সে কি করতে পারে। তো আমি জাস্ট তাকে একটা মেসেজ দিছিলাম যে, "আপনি লাস্ট সিরিজে ওদের সাথে কিভাবে ব্যাটিং করছেন, আপনি পারবেন।’ শেষদিকে বলের সঙ্গে রানের পার্থক্য কমিয়ে আনলেও দলের চাপ বাড়িয়ে তোলেন জাকের। এ নিয়ে তিনি বলেন, ‘হিটিং করাটা টাফ এই উইকেটে। আমার কাছে মনে হয় এটাই মেইন কারণ।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

বাংলাদেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত