আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবসরে পাকিস্তানের বিস্ফোরক ব্যাটসম্যান আসিফ আলী

স্পোর্টস ডেস্ক
অবসরে পাকিস্তানের বিস্ফোরক ব্যাটসম্যান আসিফ আলী
আসিফ আলী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আসিফ আলী। আন্তর্জাতিক ক্রিকেটবে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে যাবেন পাকিস্তানের এ মারকুটে ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বার্তায় ৩২ বছরের এ ক্রিকেটার লিখেন, ‘পাকিস্তানের জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, আর দেশের হয়ে মাঠে নামা ছিল সবচেয়ে সম্মানজনক অধ্যায়।’

বিদায়বার্তায় তিনি আরো যোগ করেন, ‘অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই- এই পথচলার জন্য। ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়েই আমি ঘরোয়া ও লিগ ক্রিকেটে খেলে যাব।’

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আসিফের। ওই বছরই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের জার্সি গায়ে বিস্ফোরক ব্যাটিংয়ের ঝলকে সবাইকে অবাক করে দেন। ফাইনালে টানা তিন ছক্কা হারিয়ে দলকে উপহার দেন জয়। সেসুবাদেই জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন