শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে পরিবর্তনের ইঙ্গিত টেইটের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ০০
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫৮
শন টেইট

আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের পঞ্চম বোলারের ভূমিকায় ছিলেন শামীম পাটোয়ারি ও সাইফ হাসান। দুজন মিলে ৪ ওভারে খরচ করেছিলেন ৫৫ রান। পঞ্চম বোলারের ওই ওভাবটা শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে রাখতে চায় না বাংলাদেশ। ফলে একাদশে যে পরিবর্তন আসছে সেটা একরকম নিশ্চিত করেই বলা যায়।
পঞ্চম বোলারের অভাব পোষাতে শেখ মাহেদি নাকি তানজিম সাকিবকে খেলাবে বাংলাদেশ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। সরাসরি অবশ্য এই উত্তর দেননি শন টেইট। তার কথায়, ‘একাদশে সম্ভবত পরিবর্তন আসতে যাচ্ছে। আমি জানি না কী পরিবর্তন আসবে। এখনো টিম ম্যানেজমেন্টের মধ্যে কোনো কথা হয়নি।’ অন্যদিকে এক সপ্তাহের কম ব্যবধানের মধ্যে ফের শ্রীলঙ্কার মুখোমুখি হওয়া নিয়ে তার ভাষ্য ছিল, ‘দুই দলের লড়াইটা দারুণ হয়। নিশ্চিতভাবে আগের ম্যাচে তারা ভালো ক্রিকেট খেলেছে। এখন আমাদের ভালো খেলতে হবে।’

বিজ্ঞাপন


শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ফের মাঠে নামার আগে টেইট বলেন, ‘আগামীকাল (আজ) নতুন দিন।’ লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচের আগে তাদের ওপরই ভরসা রাখতে হয়েছিল বাংলাদেশকে। সেই মুহূর্তের কথা উল্লেখ করে টেইট বলেন, ‘আমরা নার্ভাস ছিলাম। আমি শেষ অংশে খেলা দেখেছি। এর আগে স্কোর দেখছিলাম।’


এছাড়া শন টেইটের সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে সুপার ফোরের পরের দুই ম্যাচ নিয়েও। কারণ লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচের পর তিন দিনের বিরতির পর পরপর দুই দিনে যথাক্রমে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপের এমন সময়সূচি নিয়ে অবশ্য কোনো আক্ষেপ কিংবা অভিযোগ নেই তার। টেইট বলেন, ‘আধুনিক ক্রিকেট এমনই। দলে ট্রেইনার-স্ট্রেন্থ কোচ আছে। তারা ক্রিকেটারদের টানা দুই ম্যাচের জন্য ফিট করে তুলবে। আধুনিক ক্রিকেটে এটা স্বাভাবিক ব্যাপার। এটা আমাদের মানিয়ে নিতে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত