আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবসর ইস্যু

অন্যদের ভাবতে মানা রোহিতের

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
অন্যদের ভাবতে মানা রোহিতের

সিডনি টেস্ট খেলছেন না রোহিত শর্মা। ব্যাট হাতে নিজেকে হারিয়ে খোঁজায় স্বেচ্ছায় একাদশ থেকে সরে দাঁড়ান ভারতীয় দলপতি। জানিয়েছেন, সিডনি টেস্ট না খেললেও অবসর নিচ্ছেন না তিনি। সেই সঙ্গে নিজের অবসর ইস্যুতে অন্যদের ভাবতে মানা করলেন রোহিত।

সিডনি টেস্টের একাদশ থেকে সরে দাঁড়ানোর পরই রোহিতের অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করলেন তারকা ব্যাটার।

বিজ্ঞাপন

রোহিত বলেন, ‘ব্যাট হাতে রান পাচ্ছি না। তাই আপাতত খেলছি না। তাই বলে অবসরের ভাবনায় এমন সিদ্ধান্ত নেইনি। আমি দলের সঙ্গেই আছি।’

‘কে কি বলছে বা লিখছে সেটা আমার ক্যারিয়ারে পরিবর্তন আনতে পারবে না। আমার সিদ্ধান্ত অন্য কেউ নেওয়ার অধিকার রাখে না। আমি কি করতে চাই সে সম্পর্কে আমার ধারণা আছে। আমি পরিণত, দুই সন্তানের বাবা। আমার অবসর নিয়ে অন্যদের ভাবতে হবে না। যোগ করেন রোহিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন