স্পিনে শক্তি বাড়াতে ওয়ানডে দলে নাসুম

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৬: ০৯
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৬: ১৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য নাসুম আহমেদকে যুক্ত করল বাংলাদেশ। নাসুম সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

বিজ্ঞাপন

৩০ বছর বয়সী এই স্পিনার এখন পর্যন্ত ১৮ ওয়ানডেতে ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ১৬ উইকেট। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে ম্যান অব দা সিরিজ হয়েছিলেন ৩০ বছর বয়সী স্পিনার।

তিন ম্যাচ সিরিজে বর্তমানে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। মিরপুরে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত