না ফেরার দেশে চলে গেলেন আম্পায়ার ডিকি বার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০৩

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ডিকি বার্ড। মৃত্যুকালে ইংল্যান্ডের সাবেক এ আম্পায়ারের বয়স হয়েছিল ৯২ বছর। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ১৯৯৬ সালে ভারত-ইংল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এ আম্পায়ার। ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিজ্ঞাপন

৬৬টি টেস্টের সঙ্গে ৬৯টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন ডিকি বার্ড। ক্রিকেট ক্যারিয়ারে বার্ড ছিলেন জিওফ্রে বয়কটের সতীর্থ। ইয়র্কশায়ারের জার্সিতে একটা সময় প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। মাঠে নেমেছেন লেস্টারশায়ারের হয়েও। তবে কখনো ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ইনজুরির কারণে খেলাধুলার সঙ্গে সম্পর্ক ছেদ করতে বাধ্য হয়েছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৩টি ম্যাচ খেলে দু’টি সেঞ্চুরিও আদায় করে নিয়েছিলেন বার্ড। তবে ক্রিকেট থেকে কখনো দূরে ছিলেন না। ক্রিকেট ক্যারিয়ারকে গুডবাই জানিয়ে আম্পায়ার হিসেবে থেকে গিয়েছিলেন ক্রিকেটের সঙ্গেই। ২২ গজের কাছে থাকতে চেয়েছেন সব সময়। তথ্যপ্রযুক্তির সাহায্য ছাড়াই নিখুঁত সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত ছিলেন সাবেক এ ইংলিশ আম্পায়ার। ঘরোয়া ক্রিকেটে ১৯৯৮ সালে হেডিংলিতে ইয়র্কশায়ার-ওয়ারউইকশায়ার ম্যাচ দিয়ে শেষবার আম্পায়ার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে হলেও ছোটবেলায় বার্ডের স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। কিন্তু চোটের জন্য স্বপ্নটি তার আলোরমুখ দেখেনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত