সাগরিকার চোখ এশিয়া কাপে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৩: ০০

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শিরোপা জয়ের পর স্বপ্নের পরিধি অনেক বেড়ে গেছে বাংলাদেশ নারী দলের। এবার তাদের টার্গেট অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপের মূল পর্বে খেলার। আগামী ২-১০ আগস্টের শুরুর দিকে লাওসে হবে এই বয়সভিত্তিক নারী এশিয়া কাপের বাছাই পর্বের খেলা। বাছাই পর্বে বাংলাদেশ ‘এইচ’ গ্রুপ পড়েছে।

বিজ্ঞাপন

এ গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে। গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা সেরা তিন রানার্সআপ দলের মধ্যে থাকতে পারলে ২০২৬ এশিয়া কাপের মূল পর্বের টিকিট কাটবে বাংলাদেশ। সম্প্রতি সিনিয়র নারী দল প্রথমবারের মতো এশিয়া কাপের টিকিট কেটেছে। তাদের অনুসরণ করে জুনিয়ররাও ইতিহাস গড়তে চায়।

গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই লক্ষ্যের কথাই জানালেন সাফে ৮ গোল করা মোসাম্মৎ সাগরিকা, ‘আসলে আমরা অনেক প্রস্তুত আছে। এর থেকে আরো ভালো কিছু করতে হবে আমাদের। যে কদিন সময় পাব, আমাদের আরো ভালোভাবে তৈরি হতে হবে। এর থেকে বেটার পারফরম্যান্স করতে হবে। তাহলে আমরা ভালো কিছু করতে পারব।’ তিনি আরো বলেন, ‘আমরা চাই দেশের মানুষ যেভাবে সাপোর্ট করছে, যেভাবে খেলা দেখছে, তা ধারাবাহিকভাবে করলে ভবিষ্যতে এর থেকে আমরা ভালো কিছু উপহার দিতে পারব। এএফসিতে চেষ্টা করব ভালো করার।’

বয়সভিত্তিক পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেই যাচ্ছেন সাগরিকা। সিনিয়র জাতীয় দলেও খেলার আত্মবিশ্বাস আছে তার। এই ফরোয়ার্ড বলেন, ‘আমার আত্মবিশ্বাস আছে সিনিয়র দলে খেলার। আপুদের মতো খেলতে পারি না। তবে তার চেয়ে বেটার পারফরম্যান্স করলে অবশ্যই একদিন শুরুর একাদশে থাকতে পারব।’ সফল হওয়ার পেছনে সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনেরও ভূমিকা আছে বলে জানান সাগরিকা। তিনি বলেন, ‘ছোটন স্যার আমাকে গড়ে তুলেছেন। এখন লিড দিচ্ছেন বাটলার স্যার। তো দুইটাই আমার জন্য ভালো ছিল। ছোটন স্যার খুব সাপোর্ট করেছেন আর এখন বাটলার স্যার অনেক সাপোর্ট করছেন।’ নেইমারকে অনুসরণ করেন সাগরিকা। নিজের স্মরণীয় গোল নিয়ে বলেন, ‘ভারতের সঙ্গে শেষ মুহূর্তে যে গোলটি করেছিলাম, সেটা সেরা আর কালকের (সোমবার) হ্যাটট্রিকটা স্মরণীয়।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত