লম্বা সময় পর গণমাধ্যমের সামনে তাসকিন আহমেদ। আবুধাবি টি-টেন লিগের পর আইএল টি-টোয়েন্টি খেলে দেশে ফিরে আজ প্রথমবার সংবাদমাধ্যমের সামনে আসেন। সেখানে কথা বলেন প্রয়াত কোচ মাহাবুব আলী জাকি ও আইএল টি-টোয়েন্টিতে খেলা প্রসঙ্গে।
ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে জানান বাড়তি আত্মবিশ্বাসের কথাও। তার মতে, দেশের বাইরের লিগে খেললে ক্রিকেটারদের বাড়তি আত্মবিশ্বাস তৈরি হয়। সেই আত্মবিশ্বাসটা বিপিএলে কাজে লাগাতে মরিয়া হয়ে আছেন তিনি।
বেশ কয়েকবারই দেশের বাইরের লিগে সুযোগ পেয়ে খেলতে পারেননি তাসকিন আহমেদ। প্রতিবারই অনাপত্তিপত্র জটিলতার কারণে খেলা হয়নি তার। বিভিন্ন লিগে খেলার অনাপত্তিপত্র পেলে তা খেলায় প্রভাব রাখে বলে জানান তাসকিন। তার কথায়, ‘ভিন্ন ভিন্ন কোচিং প্যানেল থাকে এবং সবাই সবার অভিজ্ঞতা ভাগাভাগি করে। যা নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হবে। বোর্ডকে ধন্যবাদ, তারা এনওসি দেওয়া শুরু করেছে।’
তিনি আরো যোগ করেন, ‘এটা আমাকে ভবিষ্যতে অনেক আত্মবিশ্বাস এনে দেবে। যাতে আমি আরো ভালো করতে পারি। পেশাদারিত্বসহ সবকিছু অনেক সুন্দর ছিল এখানে। তো এই জিনিসগুলা থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করছি, আমি নিশ্চিত এটা ভবিষ্যতে কাজে লাগবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

