আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় আর্চারি শুরু আগামীকাল

স্পোর্টস রিপোর্টার

জাতীয় আর্চারি শুরু আগামীকাল

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ১৬তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। গাজীপুরের টঙ্গী আর্চারি প্রশিক্ষণ একাডেমিতে প্রতিযোগিতা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এবারের চ্যাম্পিয়নশিপে ৭১টি দল অংশ নেবে। পদকের জন্য লড়বেন ২১০ প্রতিযোগী।

বিজ্ঞাপন

এর মধ্যে রিকার্ভ ডিভিশনে পুরুষ ১০৫, নারী ৫৪ এবং কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ২৭ এবং ২৪ জন নারী প্রতিযোগ রয়েছে। রিকার্ভ ডিভিশনে পুরুষ একক ও দলীয়, নারী একক ও দলীয় এবং মিশ্র দলীয় ইভেন্ট অনুষ্ঠিত হবে।

কম্পাউন্ড ডিভিশনে পুরুষ একক ও দলীয়, নারী একক ও দলীয় এবং মিশ্র দলীয় ইভেন্ট রয়েছে। প্রতিযোগিতায় মোট পদক হলো ৬০টি। এর মধ্যে ১০টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন