রুটের উপর কেবলই শচীন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১: ১৮
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৫: ৫৪

নামের পাশে ১৩ হাজার ২৫৯ রান নিয়ে ম্যানচেস্টার টেস্ট খেলতে নামেন জো রুট। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের তালিকায় তখন তার উপরে ছিল শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়। দারুণ এক ইনিংস খেলে এই তিনজনকে পেছনে ফেলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। এখন তার উপরে আছেন কেবল শচীন।

৫৪৪ রানে ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। এদিন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১৫০ রানের ইনিংস খেলেন রুট। তাতেই একে একে দ্রাবিড়, ক্যালিস ও পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন এই তারকা ব্যাটার। তার সংগ্রহ ১৩ হাজার ৪০৯ রান।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি তুলে নেন রুট। ব্যক্তিগত ১১৯ রানের মাথায় পন্টিংকে (১৩৩৭৮ রান) টপকে যান সময়ের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান। শীর্ষে থাকা শচীনের নামের পাশে শোভা পাচ্ছে ১৫ হাজার ৯২১ রান। ভারতীয় কিংবদন্তিকে পেছনে ফেলে ইতিহাস গড়তে চাইলে আরো ২ হাজার ৫১২ রান করতে হবে রুটকে। ফর্ম ও ফিটনেস বলছে এটা অসম্ভব নয় তার জন্য।

টেস্টের সেরা রান সংগ্রাহকের তালিকায় চারে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ক্যালিসের সংগ্রহ ১৩ হাজার ২৮৯ রান। এক রান কম নিয়ে পাঁচে আছেন দ্য ওয়াল খ্যাত দ্রাবিড়।

একনজরে টেস্টের সেরা ৫ রান সংগ্রাহক:

শচীন টেন্ডুলকার ১৫৯২১ রান

জো রুট ১৩৪০৯ রান

রিকি পন্টিং ১৩৩৭৮ রান

জ্যাক ক্যালিস ১৩২৮৯ রান

রাহুল দ্রাবিড় ১৩২৮৮ রান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত