
এক সেঞ্চুরিতে রুটের তিন কীর্তি
ব্যাট হাতে জো রুটের বসন্ত চলছেই। তারই ধারাবাহিকতায় এবার ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে পেলেন সেঞ্চুরির দেখা। প্রসিধ কৃষ্ণার বলে ধ্রুব জোরেলের হাতে ধরা পড়ার আগে খেলেন ১০৫ রানের ইনিংস। এই সেঞ্চুরি হাঁকানোর পথে তিনটি কীর্তি গড়েছেন রুট।







