রেকর্ড গড়ে ১৩ হাজারি ক্লাবে রুট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৫: ৪২

নটিংহ্যাম টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ইংল্যান্ডের ব্যাটাররা। স্বাগতিকদের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট ও অলি পোপ। তিন সতীর্থের মতো অবশ্য সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসতে পারেননি জো রুট। এরপরও প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাকল এই তারকা ব্যাটারের জন্য।

ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের ৮৩তম ওভারে শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন রুট। তার আগে সাবেক অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৪ রান। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন রুট। এই মাইলফলকে পৌঁছাতে ২৮ রান বাকি ছিল তার। ৮০তম ওভারে সিঙ্গেল নিয়ে টেস্টে ১৩ হাজার রান পূর্ণ করেন রুট।

বিজ্ঞাপন

টেস্টে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান করার পথে জ্যাক ক্যালিসকে পেছনে ফেলেছেন রুট। ১৫৩ টেস্টেই এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। অন্যদিকে এই ক্লাবে পৌঁছাতে ১৫৯ টেস্ট লেগেছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার ক্যালিসের।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত