আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেকর্ড গড়ে ১৩ হাজারি ক্লাবে রুট

স্পোর্টস ডেস্ক
রেকর্ড গড়ে ১৩ হাজারি ক্লাবে রুট

নটিংহ্যাম টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ইংল্যান্ডের ব্যাটাররা। স্বাগতিকদের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট ও অলি পোপ। তিন সতীর্থের মতো অবশ্য সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসতে পারেননি জো রুট। এরপরও প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাকল এই তারকা ব্যাটারের জন্য।

ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের ৮৩তম ওভারে শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন রুট। তার আগে সাবেক অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৪ রান। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন রুট। এই মাইলফলকে পৌঁছাতে ২৮ রান বাকি ছিল তার। ৮০তম ওভারে সিঙ্গেল নিয়ে টেস্টে ১৩ হাজার রান পূর্ণ করেন রুট।

বিজ্ঞাপন

টেস্টে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান করার পথে জ্যাক ক্যালিসকে পেছনে ফেলেছেন রুট। ১৫৩ টেস্টেই এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। অন্যদিকে এই ক্লাবে পৌঁছাতে ১৫৯ টেস্ট লেগেছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার ক্যালিসের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন