রেকর্ড নিয়ে ভাবনা নেই রুটের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৬: ৩৪

শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে জো রুট টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারবেন কিনা- এটা নিয়ে গত দুইদিন ধরেই জোর আলোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায়। যদিও তারকা ইংলিশ ব্যাটার নিজেই এই রেকর্ড নিয়ে ভাবছেন না।

১৫ হাজার ৯২১ রান নিয়ে টেস্টের রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন শচীন। ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি করে রিকি পন্টিংকে পেছনে ফেলে তালিকার দুইয়ে উঠেছেন রুট। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের নামের পাশে আছে ১৩ হাজার ৪০৯ রান। ভারতীয় কিংবদন্তিকে পেছনে ফেলে ইতিহাস গড়তে চাইলে আরো ২ হাজার ৫১২ রান করতে হবে রুটকে। যেভাবে খেলছেন তাতে শচীনকে পেছনে ফেলে শীর্ষে উঠা কঠিন কিছু হবে না তার জন্য।

বিজ্ঞাপন

রুট বলেন, ‘শচীন একজন কিংবদন্তি ক্রিকেটার। কাঁধে প্রচুর চাপ নিয়েও সে দারুণ ব্যাটিং করে গেছেন। এটা সাধারণ কোনো কথা নয়। তাকে পেছনে ফেলা নিয়ে আমার চিন্তা নেই। রেকর্ড নিজের গতিতে চলবে। আমার লক্ষ্য হলো দলের জন্য খেলে যাওয়া।’

সময়ের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন আরো বলেন, ‘শচীনের টেস্ট অভিষেক হয়েছে আমার জন্মেরও আগে। ২০১২ সালে শচীনের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়েছিল আমার। তার সঙ্গে একই মাঠে খেলা খুবই গর্বের বিষয়। আমি তাকে দেখে বড় হয়েছি। সব সময় তার ব্যাটিং দেখে শিক্ষা নিয়েছি এবং তাকে সমীহ করেছি।’

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত