এক সেঞ্চুরিতে রুটের তিন কীর্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৩: ৫৭

ব্যাট হাতে জো রুটের বসন্ত চলছেই। তারই ধারাবাহিকতায় এবার ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে পেলেন সেঞ্চুরির দেখা। প্রসিধ কৃষ্ণার বলে ধ্রুব জোরেলের হাতে ধরা পড়ার আগে খেলেন ১০৫ রানের ইনিংস। এই সেঞ্চুরি হাঁকানোর পথে তিনটি কীর্তি গড়েছেন রুট।

এটা টেস্ট ক্যারিয়ারে রুটের ৩৯তম শতক। তাতেই শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে টেস্টের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকার চার নম্বরে উঠে এলেন রুট। তার ওপরে আছেন কেবল শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫) ও রিকি পন্টিং (৪১)।

বিজ্ঞাপন

এ নিয়ে ইংল্যান্ডের মাটিতে ২৪তম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন রুট। এই সংস্করণে ঘরের মাঠে এর চেয়ে বেশি শতক নেই আর কোনো ব্যাটারের। এই কীর্তি গড়ার পথে পন্টিং, ক্যালিস এবং মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলেছেন রুট। এর প্রত্যেকেই ঘরের মাঠে ২৩টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন।

মোহাম্মদ সিরাজের করা নিজেদের ইনিংসের ৪০তম ওভারে চার মেরে ২৮ রানে পৌঁছান রুট। সেই সঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসিএল) ৬ হাজার রান পূর্ণ করলেন তিনি। ডব্লিউটিসিএলে ৬৯তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করেন রুট। টেস্টের বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টে ৬ হাজার রান করার পথে ২০টি সেঞ্চুরির পাশাপাশি ২২টি হাফ সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত