রুট এখন যেসব রেকর্ডের মালিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৫: ০৫

টেস্টে ক্রিকেটে আগেই নিজের জাত চিনিয়েছেন জো রুট। ধারাবাহিক ব্যাটিংয়ে অনেক রেকর্ড নিজের করে নিয়েছিলেন। এবার লর্ডস টেস্টের প্রথম ইনিংসে আরও একগাদা রেকর্ডের মালিক বনে গেলেন সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৩৮৭ রান করেছে ইংল্যান্ড। যেখানে রুটের অবদান ১০৪ রান। টেস্টে এটা রুটের ৩৭তম শতক। এই সংস্করণে পঞ্চম সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটার এখন রুট। ছাড়িয়ে গেছেন স্টিভ স্মিথ ও রাহুল দ্রাবিড়কে। দুজনেরই রয়েছে ৩৬টি করে শতক।

বিজ্ঞাপন

প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ভারতের বিপক্ষে ৩ হাজার রান পূর্ণ করেছেন রুট। ৬০ ইনিংসে এশিয়ান জায়ান্টদের বিপক্ষে তার রান এখন ৩০৫৯। প্রথম ইনিংসে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে পৌঁছে ব্যাটিংয়ে আরও একটি কীর্তি গড়েছেন রুট। এ নিয়ে তৃতীয় ব্যাটার হিসেবে টানা তিন ইনিংসে লর্ডসে সেঞ্চুরি করলেন তিনি। এতোদিন এই কীর্তিটি ছিল জ্যাক হোবস ও মাইকেল ভনের দখলে।

টেস্টে ভারতের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে গেছেন রুট। ভারতের বিপক্ষে তার সমান ১১টি সেঞ্চুরি আছে স্টিভ স্মিথের।

জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে ১৪৫ রান করতেই ৩ উইকেট হারিয়েছে ভারত। দ্বিতীয় ব্যাটার হিসেবে বেন স্টোকসের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন করুন নায়ার। টেস্টে এটা তারকা ক্রিকেটারের ২১১তম ক্যাচ। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নন-উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ২১১ টি ক্যাচ ধরলেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত