স্পোর্টস ডেস্ক
কেসি কার্টির সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে ৩০৯ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে অবশ্য লাভ হয়নি ক্যারিবিয়ানদের। জো রুটের ক্যারিয়ারসেরা ইনিংসে ভর দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে ইংলিশরা। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে হ্যারি ব্রুকের দল।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রুট। ১৩৯ বলে ২১ চারের পাশাপাশি দুটি ছয় মারেন এই তারকা ব্যাটার। অনুমিতভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে ইংলিশদের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের ক্লাবে পৌঁছে গেছেন রুট। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন উইল জ্যাকস। এছাড়া ব্রুকের অবদান ৪৭ রান। দল হারলেও বল হাতে দারুণ একটা দিন পার করেছেন আলজারি জোসেফ। ৩১ রানে ৪ উইকেট নেন তিনি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল পুঁজি এনে দিতে ১৩ চারের সাহায্যে ১০৩ রানের ইনিংস খেলেন কার্টি। ৭৮ রান এনে দেন শাই হোপ। ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে আসে ৫৯ রান। ২২ রান করেন জাস্টিন গ্রিভস। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন আদিল রশিদ। সাকিব মাহমুদের শিকার তিনটি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩০৮/১০ (৪৭.৪ ওভার); কার্টি ১০৩, হোপ ৭৮, কিং ৫৯; রশিদ ৪/৬৩
ইংল্যান্ড: ৩১২/৭ (৪৮.৫ ওভার); রুট ১৬৬, জ্যাকস ৪৯, ব্রুক ৪৭; জোসেফ ৪/৩১
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।
কেসি কার্টির সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে ৩০৯ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে অবশ্য লাভ হয়নি ক্যারিবিয়ানদের। জো রুটের ক্যারিয়ারসেরা ইনিংসে ভর দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে ইংলিশরা। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে হ্যারি ব্রুকের দল।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রুট। ১৩৯ বলে ২১ চারের পাশাপাশি দুটি ছয় মারেন এই তারকা ব্যাটার। অনুমিতভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে ইংলিশদের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের ক্লাবে পৌঁছে গেছেন রুট। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন উইল জ্যাকস। এছাড়া ব্রুকের অবদান ৪৭ রান। দল হারলেও বল হাতে দারুণ একটা দিন পার করেছেন আলজারি জোসেফ। ৩১ রানে ৪ উইকেট নেন তিনি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল পুঁজি এনে দিতে ১৩ চারের সাহায্যে ১০৩ রানের ইনিংস খেলেন কার্টি। ৭৮ রান এনে দেন শাই হোপ। ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে আসে ৫৯ রান। ২২ রান করেন জাস্টিন গ্রিভস। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন আদিল রশিদ। সাকিব মাহমুদের শিকার তিনটি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩০৮/১০ (৪৭.৪ ওভার); কার্টি ১০৩, হোপ ৭৮, কিং ৫৯; রশিদ ৪/৬৩
ইংল্যান্ড: ৩১২/৭ (৪৮.৫ ওভার); রুট ১৬৬, জ্যাকস ৪৯, ব্রুক ৪৭; জোসেফ ৪/৩১
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১৬ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
৪০ মিনিট আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১০ ঘণ্টা আগে