এশিয়া কাপ হকি

বাংলাদেশ-কাজাখস্তান মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০০

ভারতে চলমান এশিয়া কাপ হকি টুর্নামেন্টে আজ স্থান নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ-কাজাখস্তান পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে। আর টুর্নামেন্টে পঞ্চম হতে পারলেই ২০২৬ হকি বিশ্বকাপের বাছাই পর্বে খেলার টিকিট মিলবে।

বিশ্বকাপ বাছাইয়ে খেলার লক্ষ্য বাংলাদেশের। তাই কাজাখস্তানের বিপক্ষে ম্যাচটিকে পাখির চোখ করেছেন রেজাউল-আশরাফুলরা। এ ম্যাচ জিতে পঞ্চম স্থান নির্ধারণী লড়াইয়ে টিকে থাকতে চায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এর আগে গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। চাইনিজ তাইপের বিপক্ষে ৮-৩ গোলে জয়টিই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন। মালয়েশিয়ার কাছে ৪-১ ও এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হারে বাংলাদেশ।

অন্যদিকে, কাজাখস্তান গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি। জাপানের কাছে ৭-০, চীনের কাছে ১৩-১ ও ভারতের কাছে ১৫-০ গোলে হেরেছে কাজাখস্তান। প্রত্যাশা করা হচ্ছে, এ দলটির বিপক্ষে বাংলাদেশ জয়ে ফিরবে।

উল্লেখ্য, চলমান এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর শীর্ষ ৫ দল বিশ্বকাপ বাছাই পর্বের টিকিট পাবে।

বিষয়:

হকি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত