বাংলাদেশ ফুটবল লিগ

মোহামেডানের ড্র আবাহনীর হার

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২১: ০০

দীর্ঘ বিরতির পর আবার শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলা। আজ দ্বিতীয় রাউন্ডের তিনটি ম্যাচ ছিল। সবার নজর ছিল মোহামেডান ও আবাহনীর ম্যাচের দিকে। কিন্তু জিততে পারল না দুদলের কোনোটিই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান ১-১ গোলে ড্র করে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে। মোহামেডানের ড্রয়ের দিনে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হারল আবাহনী।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে ১৯ মিনিটেই মোহামেডানকে এগিয়ে দেন রহিম উদ্দিন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গেলেও পরের অর্ধে গোল হজম করে কোচ আলফাজ আহমেদের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে বাবলুর গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে পুলিশ। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় পুলিশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় মোহামেডানকে। এর আগে প্রথম রাউন্ডের ম্যাচে ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ও ব্রাদার্সের ম্যাচে দারুণ লড়াই জমে ওঠে। শেষ পর্যন্ত স্বস্তির জয় পায় ব্রাদার্স। খেলার তিন মিনিটেই গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন নেপালি ফুটবলার অঞ্জন বিস্তা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে পেনাল্টি পায় ব্রাদার্স। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন ব্রাদার্সের ফরোয়ার্ড জেনার ই সিলভা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল করেন আবাহনীর মালির ফরোয়ার্ড শুধু হারের ব্যবধান কমান।

মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ ২-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্সকে। ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আদু ৫২ মিনিটে এবং রাজন হাওলাদার অতিরিক্ত সময়ে গোল করেন।

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত