জিম্বাবুয়েকে বিধ্বস্ত করল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২০: ৩২
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২২: ৪৭
কিউইদের উইকেট উদযাপন

নিউজিল্যান্ডের দাপট শুরু হয়েছিল ম্যাট হেনরির পেস তোপে। আর শেষটা হলো মিচেল স্যান্টনারের ঘূর্ণি জাদু আর ম্যাট হেনরি-উইল ও'রুর্কির গতির ঝড়ে। তাই তো প্রথম ইনিংসে পুঁজিটা বড় করতে পারেনি জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসেও তাদের ব্যাটিং চিত্রটাও পাল্টায়নি। প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৪৯ রানে। আর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ধসে গেছে ১৬৫ রানে।

বিজ্ঞাপন

তাতেই বলতে গেলে পাঁচ দিনের টেস্ট ম্যাচ মাত্র আড়াই দিনেই শেষ! ম্যাচের অর্ধেকটা খেলেই জয়ের হাসি হেসেছে নিউজিল্যান্ড। আফ্রিকান টিমকে ৯ উইকেটের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে কিউইরা। অনায়াস এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীরা এগিয়ে রইল ১-০ ব্যবধানে।

নিউজিল্যান্ড প্রথম ইনিংসেই বড় সংগ্রহের আভাস দিয়েছিল। তবে তারা থেমে যায় ৩০৭ রানেই। স্কোরটা শুরুতে অল্প মনে হলেও লড়াই জমিয়ে তুলতে পারল না জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গেছে ছোট্ট সংগ্রহেই। শন উইলিয়ামস ফিফটির দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এক রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন এ তারকা ব্যাটার। ৪৯ রানেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। তার সঙ্গে দলীয় স্কোরে ২৭ রান যোন করেন তাফাদজওয়া সিগা। আর ২২ রান আসে ক্যাপ্টেন ক্রেইগ আরভিনের ব্যাট থেকে। জিম্বাবুয়ে পায় মাত্র ৭ রানের লিড। এতেই ইনিংস হার এড়িয়ে যায় জিম্বাবুয়ে।

বুলাওয়েতে জয়ের জন্য কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ রান। এক উইকেট হারিয়েই ২.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে জয়ের বন্দরে নোঙর করে মিচেল স্যান্টনারের ব্ল্যাক ক্যাপস শিবির।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস: ১৪৯/১০ ও দ্বিতীয় ইনিংস: ১৬৫/১০ (উইলিয়ামস ৪৯, সিগা ২৭, আরভিন ২২; স্যান্টনার ৪/২৭, উইল ৩/২৮ ও হেনরি ৩/৫১)।

নিউজিল্যান্ড: প্রথম ইনিংস: ৩০৭/৯ ও দ্বিতীয় ইনিংস: ৮/১, ২.২ ওভার (কনওয়ে ৪, নিকোলস ৪*; নিউম্যান ১/৮)।

ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ম্যাট হেনরি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত