আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুবাইয়ে চৈতির স্বর্ণপদক জয়

স্পোর্টস রিপোর্টার
দুবাইয়ে চৈতির স্বর্ণপদক জয়

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫-এ জ্যাভেলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের প্যারা অ্যাথলেট চৈতি রাণী দেব। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) আয়োজিত ২০২৫ জাতীয় যুব প্যারা গেমস চলাকালে চৈতির খোঁজ পায়। নির্বাচিত হওয়ার পর তিনি মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন। এরপর দুবাইয়ে গিয়েই জয় করলেন স্বর্ণ।

সীমিত সুযোগ-সুবিধার এক প্রত্যন্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক মঞ্চে উত্তরণ—চৈতির এই যাত্রা অনুপ্রেরণাদায়ী ও রূপান্তরমূলক। তাঁর সাফল্য সহস্রাধিক প্রতিবন্ধী তরুণ ক্রীড়াবিদের জন্য শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, প্রমাণ করবে যে সঠিক সহায়তা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব। আজ তিনি দেশের এক অনুকরণীয় ব্যক্তিত্ব, যার সাফল্যের গল্প আশা, সক্ষমতা ও ক্ষমতায়নের বার্তা বহন করে।

বিজ্ঞাপন

চৈতি রাণী দেবের সাফল্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের আরও শক্তিশালী সহযোগিতা ও সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশের প্যারালিম্পিক আন্দোলনকে এগিয়ে নিতে বাড়তি অর্থায়ন, অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া কর্মসূচি, সহজপ্রাপ্য প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রতিবন্ধী অ্যাথলেটদের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন কাঠামো অত্যন্ত জরুরি। সম্মিলিত উদ্যোগই নিশ্চিত করতে পারে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিশ্রুতিশীল অ্যাথলেটরা তাদের সর্বোচ্চ সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ পাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন