আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম পাঁচ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম পাঁচ লাখ টাকা

ফিফা বিশ্বকাপের ২০২৬ সালের আসর যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনা। দর্শকদের মাঝেও ছড়িয়ে পড়েছে রোমাঞ্চের আবহ। তবে বিশ্বকাপের টিকিটের দাম শুনে রোমাঞ্চে ভাটা পড়েছে তাদের। ফিফা বিভিন্ন দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ দেয়। অ্যাসোসিয়েশনগুলো এই টিকিট তাদের সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের কাছে বিক্রি করে। এবার সেই টিকিটগুলোর দাম চড়েছে।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত ২০২৬ বিশ্বকাপের টিকিটের দামের তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বে বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ১৮০ (২১ হাজার ৯৫৫ টাকা) থেকে ৭০০ ডলারের (৮৫ হাজার ৩৮৪ টাকা) মধ্যে। বিশ্বকাপ ফাইনালে সর্বনিম্ন টিকিটের দাম চার হাজার ১৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ ১০ হাজার টাকা)। সবচেয়ে দামি টিকিটের মূল্য আট হাজার ৬৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা)।

বিজ্ঞাপন

ইতোমধ্যেই টিকিটের উচ্চমূল্য দেখে সমর্থকরা হতবাক। ইংল্যান্ডের ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিক্রিয়ায় বলেছে, এই অত্যধিক দাম সমর্থকদের ‘মুখে চড় মারা’র সমান। অতিরিক্ত দামের এই অভিযোগের বিষয়ে ফিফা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ১৯ জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন