আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবির টাইপিংয়ে ভুল!

স্পোর্টস রিপোর্টার
বিসিবির টাইপিংয়ে ভুল!

প্রথম বিভাগ ক্রিকেট লিগে বসুন্ধরা রাইডার্সের নাম বদলে করা হয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে প্রথম দুই রাউন্ডের সূচিতে লেখা হয়েছে ক্লাবটির নাম লেখা হয়েছে ধানমন্ডি ক্রিকেট ক্লাব।

ইতোমধ্যে তৃতীয় বিভাগ লিগে একই নামে ক্লাব থাকায় কীভাবে অন্য ক্লাবকে এই নাম ব্যবহারের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। পরবর্তী সময়ে সিসিডিএমের এক কর্মকর্তা জানান, টাইপিং ভুল হয়েছে। সে কারণে ক্লাবটির নাম ধানমন্ডি ক্রিকেট ক্লাব হয়েছে। পরবর্তী সময়ে সূচি প্রকাশের সময় ভুল সংশোধন করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব নামেও একটি ক্লাব আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ক্লাবটির নতুন নামেও তৈরি হয় সাংঘর্ষিকতা। তবে তিনি জানান, প্রিমিয়ার লিগে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের নামও পরিবর্তন করা হয়েছে। সে কারণে দুই ক্লাবের নামের মধ্যে কোনো সাংঘর্ষিকতা থাকছে না।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগে ধানমন্ডি স্পোর্টস ক্লাব নামে থাকা দলটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন