এই ম্যাচসেরার কোনো দাম নেই: স্টোকস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১: ০৯
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১১: ১০

ম্যানচেস্টার টেস্টে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল ইংল্যান্ড। কিন্তু শেষ দিন অবিশ্বাস্য ব্যাটিংয়ে ইংলিশদের জয়ের আশা মাটি করে জয় সমতূল্য ড্র করে ভারত। তাই ম্যাচসেরা হয়েও মন ভরছে না স্বাগতিক অধিনায়ক বেন স্টোকসের।

১৭৪ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে ভারত। তখনো ১৩৭ রানে পিছিয়ে ছিল তারা। শেষ দিনের শুরুতেই ব্যক্তিগত ৯০ রানে বিদায় নেন লোকেশ রাহুল। সেঞ্চুরির পর ১০৩ রান করে ফেরেন শুভমান গিল। তখন মনে হচ্ছিল হারটা কেবল সময়ের অপেক্ষা সফরকারীদের জন্য। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। পঞ্চম উইকেটে ২০৩ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দলের হার ঠেকান এই দুইজন। সুন্দর ১০১ ও জাদেজা ১০৭ রানে অপরাজিত থকেন।

বিজ্ঞাপন

এই জয়ে সিরিজে টিকে থাকল ভারত। ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে চাইলে শেষ টেস্ট জিততেই হবে ভারতকে।

ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে আমার কাছে খেলার ফলটাই গুরুত্বপূর্ণ। ম্যাচ জিততে পারলে এই পুরস্কারের আমার কাছে গুরুত্ব পেতো। যেহেতু জিততে পারিনি তাই এটার কোনো দাম নেই। ভারতকে হারানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’

প্রতিপক্ষের প্রশংসা করে স্টোকস বলেন, ‘জাদেজা ও সুন্দর যেভাবে ব্যাটিং করেছে সেটা এক কথায় অসাধারণ। দুই একবার মনে হয়েছিল জেতার সুযোগ তৈরি হয়েছে। ভারতের এই দলটাকে হারানো কঠিন। ওরা সেটাই প্রমাণ করে দিলো।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত