ইংল্যান্ড-ভারত সিরিজে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় সৈকত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৫: ৫০
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৩: ৫৭

আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়ার পর থেকেই ব্যস্ততা বেড়েছে শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের। গত এক বছরে বৈশ্বিক টুর্নামেন্টসহ বড় বড় সিরিজ পরিচালনা করেছেন এই বাংলাদেশি আম্পায়ার। ইংল্যান্ডের মাটিতে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজেও আছেন তিনি।

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার হেডিংলি টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। এবার অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে। এজবাস্টনে দুই জায়ান্টের মধ্যকার সিরিজের পরের টেস্ট শুরু হবে বুধবার (২ জুলাই)। ১০ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সাদা পোশাকের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। আসন্ন ম্যাচদুটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত।

বিজ্ঞাপন

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আম্পায়ার হিসেবে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অভিষেক হয় সৈকতের। এরপর চ্যাম্পিয়নস ট্রফি, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করেছেন ৪৮ বছর বয়সী সৈকত।

এলিট প্যানেলে জায়গা পাওয়ার পর এক বছরের মধ্যেই বিভিন্ন সিদ্ধান্তের কারণে আলোচনায় এসেছেন সৈকত। বিশেষ করে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সামলিয়ে আলাদাভাবে প্রশংসা কুড়িয়েছেন এই আম্পায়ার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত