আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবার প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং

স্পোর্টস রিপোর্টার
আবার প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে প্রশ্নবিদ্ধ হয়েছিল আরাফাত সানির বোলিং অ্যাকশন। সেবার বিশ্বকাপের মাঝপথে তাকে ফেরত আসতে হয়েছিল। ওই ঘটনার পর প্রায় ৯ বছর পর আবার প্রশ্নবিদ্ধ হয়েছে সানির বোলিং অ্যাকশন। বিপিএলের লিগপর্বের শেষ ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন দুই অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রবীন্দ্র উইমালাসিরি।

আরাফাত সানির বোলিং প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে আরাফাত সানিকে পরীক্ষা দিতে হবে। এর আগ পর্যন্ত তার বোলিং করতে কোনো সমস্যা নেই।’

বিজ্ঞাপন

ওই অনুযায়ী শনিবারের মধ্যে আরাফাত সানিকে বোলিং পরীক্ষা দিতে হবে। বিপিএল ফাইনালের আগ পর্যন্ত বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন না সানি। ফাইনালের পর বিসিবির তত্ত্বাবধনে তার এই পরীক্ষা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন