অনার্স বোর্ডে নাম তুলেও কেন উদযাপন করেননি বুমরা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৩: ২১

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের ইনিংসের ১১০তম ওভারের ঘটনা। দারুণ এক ডেলিভারিতে জোফরা আর্চারকে বোল্ড করে এই ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন জাসপ্রিত বুমরা। তাতেই লর্ডসের অনার্স বোর্ডে জায়গা পাওয়া নিশ্চিত হয় তার। যদিও এমন স্মরণীয় মুহূর্তে কোনো ধরনের উদযাপন করেননি বুমরা। যেটা অবাক করেছে সবাইকে। দিনের খেলা শেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বুমরা।

৪৭ টেস্টর ক্যারিয়ারে এ নিয়ে ১৫ বার ইনিংসে ৫ উইকেট নিলেন বুমরা। এর মধ্যে দেশের বাইরেই ফাইফারের দেখা পেলেন ১৩ বার। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দেশের বাইরে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন বুমরার দখলে। দেশের বাইরে ১২ বার ৫ উইকেট নিয়ে তালিকার দুইয়ে আছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।

বিজ্ঞাপন

লর্ডসে সবশেষ ৫ উইকেট নেওয়ার পর বাড়তি কোনো উত্তেজনা ছিল না বুমরার মাঝে। অন্যান্য ম্যাচের মতোই উইকেটে নেওয়ার পর সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবে দেখা গেছে তাকে। জানিয়েছেন ক্লান্ত থাকার কারণে উদযাপন করেননি তিনি।

সংবাদ সম্মেলনে বুমরা বলেন, ‘লর্ডসে ৫ উইকেট পূর্ণ হওয়ার পরও আমি উদযাপন করিনি। কারণ আমি ক্লান্ত ছিলাম। আমি এখন আর ২১-২২ বছর বয়সী নই যে উইকেট নেওয়ার পর লাফাবো। দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি। এরপর আমি আমার পরের বলটি করার দিকে মনোযোগ দিয়েছি।’

সিরিজের দ্বিতীয় টেস্ট না খেলার কারণে সমালোচনার মুখে পড়তে হয় বুমরাকে। বিষয়টি নিয়ে এই বোলার বলেন, ‘মানুষ আমাকে নিয়ে সমালোচনা করেই যাবে। শচিন টেন্ডুলকার ২০০ টেস্ট খেলেছেন। তাকেও কিন্তু সমালোচনা করা হয়েছে। সেদিক থেকে যতক্ষণ আমি ভারতের জার্সিতে খেলবে ততক্ষণ আমাকে নিয়েও সমালোচনা করা হবে। পেশাদার খেলার ধরণ এমনই।’

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত