সাউথ এশিয়ান বেসবল এন্ড সফটবল ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০: ৫০
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১০: ৫১
ওয়ার্ল্ড বেসবল সফটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট রিকার্ডো ফ্রাকারী'র সাথে সাউথ এশিয়ান বেসবল এন্ড সফটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা অনুপম হোসেন।

সাউথ এশিয়ান বেসবল এন্ড সফটবল ফেডারেশনের (ডাব্লিউবিএসসি) সাধারণ কাউন্সিলের দ্বিতীয় মিটিংয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিটিংয়ে সাধারণ কাউন্সিল ২০২৬ থেকে ২০২৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে।

সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সৈয়দ ফকর আলী শাহ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের ডা. অনুপম হোসেন এবং সাধারণ সম্পাদক নেপালের দিপক নুপেন।

ডা. অনুপম হোসেন বাংলাদেশ বেসবল ও সফটবল এসোসিয়েশনেরও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সেই সাথে স্বনামধন্য একজন পাবলিক হেলথ ও স্পোর্টস মিডিয়া ব্যক্তিত্ব।

বাংলাদেশ বেসবল ও সফটবল এসোসিয়েশন সভাপতি মো. আফজালুর রহমান সাউথ এশিয়ান ফেডারেশনের মেম্বার এট লার্জ এবং সহ সভাপতি রফিক মিয়া চৌধুরী সাউথ এশিয়ান বডির নির্বাহী পরিচালক নির্বাচিত হন।

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত