শেষ ম্যাচে বার্সা ও লেভানডভস্কির শততম গোলের মাইলফলক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১: ৫০
আপডেট : ২৬ মে ২০২৫, ১১: ৫৩

দুই ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। শেষটাও জয়ে রাঙাল হান্সি ফ্লিকের শিষ্যরা। অ্যাটলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। মৌসুমের শেষ জয়ের দিনে বার্সার পাশাপাশি দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন রবার্ট লেভানডভস্কি।

সান মেমেজে বার্সার হয়ে জোড়া গোল করেন লেভানডভস্কি। বাকি গোলটি আসে দানি ওলমোর পা থেকে। প্রতিপক্ষের মাঠে ১৪তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন লেভানডভস্কি। দারুণ এক চিপ শটে জাল কাঁপান এই পোলিশ স্ট্রাইকার। নাগাল পাননি স্বাগতিক গোলরক্ষক উনাই সিমন। এটা মৌসুমে বার্সার শততম গোল। সদ্য শেষ হওয়া লা লিগায় প্রথম ও একমাত্র দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করে চ্যাম্পিয়নরা। অন্যদিকে বার্সার জার্সিতে লেভানডভস্কিরও এটা শততম গোল।

বিজ্ঞাপন

তিন মিনিটের মাথায় ফের বার্সার নায়ক বনে যান লেভানডভস্কি। রাফিনহার কর্নার থেকে হেডে ঠিকানা খুঁজে নেন সাবেক বায়ার্ন মিউনিখ তারকা। বার্সার হয়ে ১৪৭ ম্যাচে এটা তার ১০১তম গোল। অন্যদিকে লা লিগায় ২৭ গোল করে মৌসুম শেষ করলেন লেভানডভস্কি। গোল স্কোরারের তালিকায় দুইয়ে আছেন তিনি। তালিকার শীর্ষে আছেন কিলিয়ান এমবাপ্পে। স্পেনের শীর্ষ লিগের নিজের অভিষেক মৌসুমে ৩১ গোল করেছেন ফরাসি ফরওয়ার্ড।

দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ হাতছাড়া না করলে হ্যাটট্রিক করতে পারতেন লেভানডভস্কি। এরপরও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল নিয়ে মৌসুম শেষ করতে পারায় তৃপ্তই থাকার কথা তার। বার্সার হয়ে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্পট কিক থেকে শেষ গোল করেন ওলমো। এই স্প্যানিশ তারকা নিজেই প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত