বাংলাদেশের জয় দেখছেন এমিলি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১৫: ৩৫
আপডেট : ১০ জুন ২০২৫, ১৬: ০৪

সব অপেক্ষার পালা শেষ হচ্ছে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটিতে স্বাগতিকদের জয়ের দারুণ সম্ভাবনা দেখছেন সাবেক তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি।

হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শামিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের পেয়ে শক্তি বেড়েছে বাংলাদেশের। বিপরীতে সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুরের পরিসংখ্যান ভালো নয়। সবশেষ ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে তারা। সবশেষ প্রীতি ম্যাচে মালদ্বীপের সুযোগ নষ্টের কারণে জয়ের মুখ দেখেছে দলটি। নাহলে ড্র কিংবা হার নিয়ে মাঠ ছাড়তে হতো সিঙ্গাপুরকে।

বিজ্ঞাপন

এমিলি বলেন, ‘ম্যাচটা বাংলাদেশের জন্য খুব ইম্পরট্যান্ট। এই গ্রুপে সবারই এক পয়েন্ট করে আছে। আজকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটির ওপর অনেক কিছু নির্ভর করছে আপনি এশিয়ান কাপ খেলতে পারবেন কিনা। এই ম্যাচটি জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে চার। তখন পরবর্তী কাজগুলো সহজ হবে। তাই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রতিপক্ষ সিঙ্গাপুর সবশেষ যে কয়েকটি ম্যাচ খেলেছে, তাদের যে পারফরম্যান্স তাতে বাংলাদেশ জয়ের জন্যই খেলবে এবং জয়ের দারুণ সম্ভাবনা আছে।’

সাবেক অধিনায়ক আরও বলেন, ‘স্বাগতিক হিসেবে বাংলাদেশের একটা চাপ থাকবে, সাপোর্টাররা মাঠে আসবে। কিন্তু সেই চাপটাকে একপাশে রেখে যদি উপভোগ করতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশ জিততে পারবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত