স্পোর্টস রিপোর্টার
নারী ওয়ানডে বিশ্বকাপের শ্রীলঙ্কার ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার মতো। এই ম্যাচে হারলেই আসর থেকে নিগার সুলতানার দলের বিদায়। জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালের আশা। এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। তাতে ৪৮.৪ ওভারে ২০২ রানেই গুটিয়ে গেছে লঙ্কান মেয়েরা। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২০৩ রান।
শুরুটা অবশ্য দারুণ করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ভিশমি গুণারত্ণেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলান মারুফা আক্তার। তবে শুরুর সেই আনন্দ দ্রুতই মিইয়ে যায় বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে চামিরা আতাপাত্তু ও হাসিনি পেরেরা ৭২ রানের জুটি গড়েন। তখন মনে হচ্ছিল বড় রান করবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তুকে ৪৫ রানে এলবিডব্লিউ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাবেয়া খান। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন পেরেরা। তবে আফসোস নিয়ে মাঠ ছেড়েছেন পেরেরা। কাছে এসেও যে তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় ১৩ চার ও ১ ছক্কায় ৮৫ রানে ফেরেন বাঁহাতি ব্যাটার।
এরপর শ্রীলঙ্কার আর কোনো জুটি দাঁড়াতে পারেনি। এক নিলাখশিখা সিলভাই যা খেলেছেন। ৩৭ রানে আউট হওয়ার আগে পেরেরার সঙ্গেই পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তিনি। এরপর টাইগ্রেস বোলারদের চাপে ৩১ ওভারে ৪ উইকেটে ১৬৮ থেকে ২০২ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। শেষ ৬ উইকেট ২৮ রানে হারায় লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।
নারী ওয়ানডে বিশ্বকাপের শ্রীলঙ্কার ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার মতো। এই ম্যাচে হারলেই আসর থেকে নিগার সুলতানার দলের বিদায়। জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালের আশা। এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। তাতে ৪৮.৪ ওভারে ২০২ রানেই গুটিয়ে গেছে লঙ্কান মেয়েরা। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২০৩ রান।
শুরুটা অবশ্য দারুণ করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ভিশমি গুণারত্ণেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলান মারুফা আক্তার। তবে শুরুর সেই আনন্দ দ্রুতই মিইয়ে যায় বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে চামিরা আতাপাত্তু ও হাসিনি পেরেরা ৭২ রানের জুটি গড়েন। তখন মনে হচ্ছিল বড় রান করবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তুকে ৪৫ রানে এলবিডব্লিউ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাবেয়া খান। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন পেরেরা। তবে আফসোস নিয়ে মাঠ ছেড়েছেন পেরেরা। কাছে এসেও যে তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় ১৩ চার ও ১ ছক্কায় ৮৫ রানে ফেরেন বাঁহাতি ব্যাটার।
এরপর শ্রীলঙ্কার আর কোনো জুটি দাঁড়াতে পারেনি। এক নিলাখশিখা সিলভাই যা খেলেছেন। ৩৭ রানে আউট হওয়ার আগে পেরেরার সঙ্গেই পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তিনি। এরপর টাইগ্রেস বোলারদের চাপে ৩১ ওভারে ৪ উইকেটে ১৬৮ থেকে ২০২ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। শেষ ৬ উইকেট ২৮ রানে হারায় লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।
খেলা ছিল এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে। যেটা কিনা এখন বার্সেলোনার ঘরের মাঠ। আর কাতালানদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচ হবে একপেশে।
১ ঘণ্টা আগেলেস্টার যেবার রূপকথার জন্ম দিল, ওই বছরই চতুর্থ টায়ারে নেমে যাওয়ার শঙ্কায় ছিল সুইডেনের ক্লাব মিয়ালবির। ৯ বছর পর রথ চলল উল্টো পথে; লেস্টার ইপিএল থেকে অবনমিত হয়েছে আর মিয়ালবির হাতে উঠল শিরোপা। তাও প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা।
৩ ঘণ্টা আগেআইসিসি নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য আসরে টিকে থাকার। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে গুটিয়ে দিয়েও শেষের ব্যাটিং বিপর্যয়ে ৭ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।
৫ ঘণ্টা আগেব্রায়ান লারার ব্যাটিংয়ের ভক্তের অভাব নেই। তার ব্যাক ফুট ড্রাইভ, কাভার ড্রাইভ কিংবা পুল এবং হুক শট যে কারো চোখ জুড়িয়ে দিত। পায়ের কাজটা যেকোনো ব্যাটারের কাছে স্বপ্নের মতো। ক্যারিবিয়ান কিংবদন্তির পায়ের কাজকে ব্যাখ্যা করতে গিয়ে কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে টেনে আনলেন আরেক মহাতারকা শচিন টেন্ডুলকার।
৭ ঘণ্টা আগে