টেবিল টেনিস ফেডারেশনের নতুন পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৯: ২৮
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৯: ৩৯

টেবিল টেনিসকে এগিয়ে নিতে ‘ট্রেইন অ্যান্ড টেস্ট’ নামক নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। এমনটাই জানিয়েছেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এএম মাকসুদ আহমেদ সনেট।

ট্রেইন অ্যান্ড টেস্ট পলিসিতে একই সঙ্গে নিয়মিত অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের উন্নতি সম্পর্কে জানতে প্রতিযোগিতা আয়োজন করবে ফেডারেশন। খেলোয়াড়দের অুনশীলনের জন্য একসঙ্গে পল্টন ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ইনডোর স্টেডিয়াম ব্যবহার করবে টেবিল টেনিস ফেডারেশন।

বিজ্ঞাপন

এই পদ্ধতিতে খেলোয়াড়রা নিজেদের মানোন্নয়ন করতে পারবেন বলে মনে করেন সনেট। রোববার (২০ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খেলাধুলায় প্রশিক্ষণের বিকল্প কিছু নেই। তাই আমরা খেলোয়াড়দের প্রশিক্ষণের মধ্যে রাখতে চাই। ফিটনেসের ওপর অবশ্যই বাড়তি নজর থাকবে। প্রশিক্ষণার্থীরা কতটুকু উন্নতি করতে পারলেন সেটা জানার জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে। ফেডারেশন ট্রেইন অ্যান্ড টেস্ট পলিসিতে আগাবে।’

টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘প্রতিযোগিতা ও র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা সামনের দিকে থাকবে তারাই জাতীয় দলে জায়গা করে নেবে। এর কোনো বিকল্প নেই। পাতানো খেলা, উশৃঙ্খল আচরণ জাতীয় কিছু হলে সেটার ব্যবস্থা নেওয়া হবে। বড় ধরনের শাস্তির ব্যাপারে ফেডারেশন থেকে রেজুলেশন নেওয়া হচ্ছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত