আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড় গড়েছে বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিমে জোড়া সেঞ্চুরিতে ৪৭৬ রান তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেট ২৯১ রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি পান মুশফিকুর রহমান। তিনি আউট হন ১০৫ রানে। পরে ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তার ইনিংস থামে ১২৮ রানে।
পরে মেহেদি হাসান মিরাজ ৪৭ রান করেন। এছাড়া প্রথম দিনে মমিনুল হকের ব্যাটে আসে ৬৩ রান। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন ১০৯ রানে নেন ৬ উইকেট।
৪৭৬ রানে থামলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার

৪৭৬ রানে থামলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৩: ৫৮

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড় গড়েছে বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিমে জোড়া সেঞ্চুরিতে ৪৭৬ রান তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেট ২৯১ রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি পান মুশফিকুর রহমান। তিনি আউট হন ১০৫ রানে। পরে ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তার ইনিংস থামে ১২৮ রানে।
পরে মেহেদি হাসান মিরাজ ৪৭ রান করেন। এছাড়া প্রথম দিনে মমিনুল হকের ব্যাটে আসে ৬৩ রান। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন ১০৯ রানে নেন ৬ উইকেট।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com
