ফিফা ফুটবল বিশ্বকাপের ২০২২ সালের আসরের ফাইনাল যেন হয়ে উঠেছিল রোমাঞ্চের মঞ্চ। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট সময়ে ৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। তাতে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় তিন বছর পর সেই ম্যাচ নিয়ে ফ্রান্স ফরোয়ার্ডের ভাষ্য, ম্যাচ টাইব্রেকারে গড়ালেও সেদিন আর্জেন্টিনারই জয় প্রাপ্য ছিল।
২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের হয়ে ৩টি গোলই করেছিলেন এমবাপ্পে। দুর্দান্ত খেলেও হেরে যাওয়ার সেই দুঃখ তিনি ভুলতে চান না, কারণ সামনেই আসছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। অতীতের বেদনাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ২০২৬ বিশ্বকাপে ভালো কিছু করতে চান তিনি। মুভিস্টার প্লাসে প্রচারিত ‘ইউনিভারসো ভালদানো’ নামের অনুষ্ঠানে এমবাপ্পে বলেন, ‘ফাইনালে আপনি গোল করার কথা ভাবেন না, ভাবেন জেতার কথা। ওটা ছিল এক পাগলাটে ম্যাচ। আর্জেন্টিনার জয় প্রাপ্য ছিল। কারণ, ম্যাচজুড়ে তারা ভালো খেলেছিল।’
সেদিন আর্জেন্টিনা প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই মিনিটের মধ্যে দুই গোল করে এমবাপ্পে ম্যাচে উন্মাদনা বাড়িয়ে দেন। পরে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আবার এগিয়ে যাওয়ার পর ১১৮ মিনিটে এমবাপ্পে সমতা নিয়ে আসেন। শেষ পর্যন্ত তো টাইব্রেকারের হতাশা নিয়ে রিয়াল তারকা আরো বলেন, ‘ম্যাচের একটা সময় আমরা ভালো খেলেছি। কিন্তু পুরোটা যদি দেখেন, তাহলে (ওদের জয়) প্রাপ্যই ছিল। এটা কষ্টদায়ক। তবে আমাদের ভুলে যাওয়া চলবে না। কারণ, সামনের ২০২৬ আসরে আমরা আরেকবার এমন কষ্টের সমাপ্তি চাই না।’

