দুই ম্যাচেই ৬ উইকেট
স্পোর্টস ডেস্ক
নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে খেলায়নি লাহোর কালান্দার্স। সুযোগ পেয়ে অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট নেন রিশাদ। লাহোরের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে আরও ক্ষুরধার এই বাংলাদেশি লেগস্পিনার। এবারও সমান উইকেট নিলেও রান খরচায় একটু হিসেবি ছিলেন। সব মিলিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচ খেলেই হৈচৈ ফেলে দিয়েছেন রিশাদ। খুব স্বাভাবিকভাবেই সতীর্থ এবং মালিকপক্ষের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে করাচি কিংসকে ৬৫ রানে হারিয়েছে লাহোর। এদিন চার ওভার বল করে ২৬ রান খরচ করেন রিশাদ। বিনিময়ে তুলে নেন শান মাসুদ, ইরফান খান ও আব্বাস আফ্রিদির উইকেট। দুই ম্যাচ খেলেই আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বনে গেছেন রিশাদ।
রিশাদের এমন দুর্দান্ত বোলিং দেখে রশিদ খানকে মনে পড়ে গেছে লাহোরের তারকা ব্যাটার স্যাম বিলিংসের। তিনি বলেন, ‘রিশাদ অসাধারন একজন বোলার। পিএসএলের আগের আসরে লাহোরে রশিদ খান ছিল। সে দারুণ বল করেছে। এবার রিশাদ সেটা করে দিচ্ছে।’
রিশাদের প্রশংসা করতে গিয়ে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘রিশাদ বাংলাদেশের ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলোতে সে দারুণ বোলিং করে।’
রিশাদকে নিয়ে লাহোরের অন্যতম মালিক ও সিওও সামিন রানা বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি রিশাদ। তুমি এখন সর্বোচ্চ উইকেটশিকারি। আমি নিশ্চিত টুর্নামেন্ট শেষেও তুমি এই অবস্থান ধরে রাখবে।’
নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে খেলায়নি লাহোর কালান্দার্স। সুযোগ পেয়ে অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট নেন রিশাদ। লাহোরের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে আরও ক্ষুরধার এই বাংলাদেশি লেগস্পিনার। এবারও সমান উইকেট নিলেও রান খরচায় একটু হিসেবি ছিলেন। সব মিলিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচ খেলেই হৈচৈ ফেলে দিয়েছেন রিশাদ। খুব স্বাভাবিকভাবেই সতীর্থ এবং মালিকপক্ষের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে করাচি কিংসকে ৬৫ রানে হারিয়েছে লাহোর। এদিন চার ওভার বল করে ২৬ রান খরচ করেন রিশাদ। বিনিময়ে তুলে নেন শান মাসুদ, ইরফান খান ও আব্বাস আফ্রিদির উইকেট। দুই ম্যাচ খেলেই আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বনে গেছেন রিশাদ।
রিশাদের এমন দুর্দান্ত বোলিং দেখে রশিদ খানকে মনে পড়ে গেছে লাহোরের তারকা ব্যাটার স্যাম বিলিংসের। তিনি বলেন, ‘রিশাদ অসাধারন একজন বোলার। পিএসএলের আগের আসরে লাহোরে রশিদ খান ছিল। সে দারুণ বল করেছে। এবার রিশাদ সেটা করে দিচ্ছে।’
রিশাদের প্রশংসা করতে গিয়ে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘রিশাদ বাংলাদেশের ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলোতে সে দারুণ বোলিং করে।’
রিশাদকে নিয়ে লাহোরের অন্যতম মালিক ও সিওও সামিন রানা বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি রিশাদ। তুমি এখন সর্বোচ্চ উইকেটশিকারি। আমি নিশ্চিত টুর্নামেন্ট শেষেও তুমি এই অবস্থান ধরে রাখবে।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে