আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই ম্যাচেই ৬ উইকেট

পিএসএলে চলছে রিশাদ স্তুতি

স্পোর্টস ডেস্ক

পিএসএলে চলছে রিশাদ স্তুতি

নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে খেলায়নি লাহোর কালান্দার্স। সুযোগ পেয়ে অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট নেন রিশাদ। লাহোরের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে আরও ক্ষুরধার এই বাংলাদেশি লেগস্পিনার। এবারও সমান উইকেট নিলেও রান খরচায় একটু হিসেবি ছিলেন। সব মিলিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচ খেলেই হৈচৈ ফেলে দিয়েছেন রিশাদ। খুব স্বাভাবিকভাবেই সতীর্থ এবং মালিকপক্ষের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে করাচি কিংসকে ৬৫ রানে হারিয়েছে লাহোর। এদিন চার ওভার বল করে ২৬ রান খরচ করেন রিশাদ। বিনিময়ে তুলে নেন শান মাসুদ, ইরফান খান ও আব্বাস আফ্রিদির উইকেট। দুই ম্যাচ খেলেই আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বনে গেছেন রিশাদ।

বিজ্ঞাপন

রিশাদের এমন দুর্দান্ত বোলিং দেখে রশিদ খানকে মনে পড়ে গেছে লাহোরের তারকা ব্যাটার স্যাম বিলিংসের। তিনি বলেন, ‘রিশাদ অসাধারন একজন বোলার। পিএসএলের আগের আসরে লাহোরে রশিদ খান ছিল। সে দারুণ বল করেছে। এবার রিশাদ সেটা করে দিচ্ছে।’

রিশাদের প্রশংসা করতে গিয়ে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘রিশাদ বাংলাদেশের ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলোতে সে দারুণ বোলিং করে।’

রিশাদকে নিয়ে লাহোরের অন্যতম মালিক ও সিওও সামিন রানা বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি রিশাদ। তুমি এখন সর্বোচ্চ উইকেটশিকারি। আমি নিশ্চিত টুর্নামেন্ট শেষেও তুমি এই অবস্থান ধরে রাখবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন