নটিংহামকে হারাল চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০: ৪২

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে চেলসি। টানা দুই ম্যাচ হারের পর টানা দুই জয় পেল এনজো মারেস্কার দল। তারা ৩-০ গোলে হারিয়েছে নটিংহাম ফরেস্টকে। এই ম্যাচে পরাজয়ের মাত্র ১৮ মিনিট পরেই কোচকে অপসারণ করেছে নটিংহাম। নটিংহামে যোগ দেওয়ার পর টানা আট ম্যাচ হেরে চাকরি খোয়ালেন অ্যাঞ্জে পোশ্চেকোগলু। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করা কোচের তালিকায় দুইয়ে আছেন তিনি।

নটিংহামের মাঠ সিটি গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে চেলসি। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে যায় দলটি। তবে গোলের দেখা পাচ্ছিল না। চেলসির সামনে বাধা হয়ে দাঁড়ান নটিংহাম গোলরক্ষক। ৫২ শতাংশ সময় বল দখলে রাখে চেলসি। তাতেও অবশ্য কাজ হয়নি। ফলে প্রথমার্ধে গোলশূন্য নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিজ্ঞাপন

বিরতির পর নেমেই আক্রমণের ঝড় বইয়ে দেয় চেলসি। তাতে ৪৯ মিনিটে এগিয়ে যায় তারা। হেডে জাল খুঁজে নেন জশ আচেম্পং। এর ঠিক তিন মিনিট বাদেই দ্বিতীয় গোলটি পেয়ে যায় স্টামফোর্ড ব্রিজের দলটি। গোল পেয়ে ফিরতি আক্রমণে উঠেই জাল খুঁজে নেন পেদ্রো নেতো। চেলসি তৃতীয় গোলটি পায় ৮৪ মিনিটে, রিচে জেমসের সৌজন্যে। ৮৭ মিনিটে লাল কার্ড দেখেন চেলসির মালো গুস্তো। ততক্ষণে অবশ্য জয় নিশ্চিত হয়ে গেছে।

এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এল চেলসি। পয়েন্ট তালিকায় ১৭তম স্থানে আছে নটিংহাম। তারা অবনমন অঞ্চল থেকে আর মাত্র ১ পয়েন্ট দূরে।

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত