সিরিজ জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৬: ০৭

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৪ মে) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দলের ১০ ক্রিকেটার। এই দলের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিমানে উঠেছেন হাসান মাহমুদ। এই তারকা পেসার জানিয়েছেন, আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয় ছাড়া অন্য কিছু ভাবছে না তাদের দল।

সিরিজ নিয়ে বাংলাদেশ দলের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের হাসান বলেন, ‘প্রত্যাশা আমরা সিরিজ জিতে আসব ইনশাআল্লাহ। আর কিছু না।’

বিজ্ঞাপন

হাসান ছাড়াও আরব আমিরাতের উদ্দেশ্যে প্রথম দফায় ঢাকা ছেড়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেন, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমনরা। অধিনায়ক লিটন কুমার দাসসহ দলের বাকি ক্রিকেটার সন্ধ্যার ফ্লাইটে আরব আমিরাত রওনা দেবেন।

দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৭ মে। ১৯ মে সিরিজের দ্বিতীয় তথা শেষ কুড়ি ওভারের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত