স্পোর্টস ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনাল আয়োজন করতে চেয়েছিল ভারত। তবে তাদের হতাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডকে টেস্টের বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটির ২০২৭, ২০২৯ ও ২০৩১ আসরের ফাইনাল আয়োজনের স্বত্ব দিয়েছে সংস্থাটি।
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি আসর মাঠে গড়িয়েছে। প্রতি আসরেই ফাইনালের আয়োজক ছিল ইংল্যান্ড। এবার ভারত দাবি তুললেও আগের তিন আসরে সফল আয়োজনের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেই (ইসিবি) ফের বেছে নিয়েছে আইসিসি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় সাউদাম্পটন (২০২১), ওভাল (২০২৩) ও লর্ডসে (২০২৫)। অবশ্য পরের তিন আসরের ফাইনালের ভেন্যুর নাম এখনো জানা যায়নি।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘সফল আয়োজন করায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। আইসিসির পক্ষ থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
বিষয়টি নিয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘আবারা আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের অনুমতি পেয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সেই সঙ্গে এটা আমাদের দেশের সমর্থকদের টেস্ট ক্রিকেটের প্রতি আবেগ-ভালোবাসা এবং বাইরের দেশের সমর্থকদের এখানে আসার আগ্রহের প্রমাণ। এই ফাইনাল আয়োজন করা আমাদের জন্য বিশাল গর্বের বিষয়। আইসিসির সঙ্গে এক হয়ে আগের আসরগুলোর সাফল্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতের ফাইনালগুলোকে আরো উন্নত করার চেষ্টা করব।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনাল আয়োজন করতে চেয়েছিল ভারত। তবে তাদের হতাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডকে টেস্টের বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটির ২০২৭, ২০২৯ ও ২০৩১ আসরের ফাইনাল আয়োজনের স্বত্ব দিয়েছে সংস্থাটি।
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি আসর মাঠে গড়িয়েছে। প্রতি আসরেই ফাইনালের আয়োজক ছিল ইংল্যান্ড। এবার ভারত দাবি তুললেও আগের তিন আসরে সফল আয়োজনের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেই (ইসিবি) ফের বেছে নিয়েছে আইসিসি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় সাউদাম্পটন (২০২১), ওভাল (২০২৩) ও লর্ডসে (২০২৫)। অবশ্য পরের তিন আসরের ফাইনালের ভেন্যুর নাম এখনো জানা যায়নি।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘সফল আয়োজন করায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। আইসিসির পক্ষ থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
বিষয়টি নিয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘আবারা আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের অনুমতি পেয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সেই সঙ্গে এটা আমাদের দেশের সমর্থকদের টেস্ট ক্রিকেটের প্রতি আবেগ-ভালোবাসা এবং বাইরের দেশের সমর্থকদের এখানে আসার আগ্রহের প্রমাণ। এই ফাইনাল আয়োজন করা আমাদের জন্য বিশাল গর্বের বিষয়। আইসিসির সঙ্গে এক হয়ে আগের আসরগুলোর সাফল্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতের ফাইনালগুলোকে আরো উন্নত করার চেষ্টা করব।’
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২৬ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১১ ঘণ্টা আগে