ভারতকে হতাশ করল আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৩: ৪৬

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনাল আয়োজন করতে চেয়েছিল ভারত। তবে তাদের হতাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডকে টেস্টের বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটির ২০২৭, ২০২৯ ও ২০৩১ আসরের ফাইনাল আয়োজনের স্বত্ব দিয়েছে সংস্থাটি।

এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি আসর মাঠে গড়িয়েছে। প্রতি আসরেই ফাইনালের আয়োজক ছিল ইংল্যান্ড। এবার ভারত দাবি তুললেও আগের তিন আসরে সফল আয়োজনের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেই (ইসিবি) ফের বেছে নিয়েছে আইসিসি।

বিজ্ঞাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় সাউদাম্পটন (২০২১), ওভাল (২০২৩) ও লর্ডসে (২০২৫)। অবশ্য পরের তিন আসরের ফাইনালের ভেন্যুর নাম এখনো জানা যায়নি।

এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘সফল আয়োজন করায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। আইসিসির পক্ষ থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

বিষয়টি নিয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘আবারা আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের অনুমতি পেয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সেই সঙ্গে এটা আমাদের দেশের সমর্থকদের টেস্ট ক্রিকেটের প্রতি আবেগ-ভালোবাসা এবং বাইরের দেশের সমর্থকদের এখানে আসার আগ্রহের প্রমাণ। এই ফাইনাল আয়োজন করা আমাদের জন্য বিশাল গর্বের বিষয়। আইসিসির সঙ্গে এক হয়ে আগের আসরগুলোর সাফল্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতের ফাইনালগুলোকে আরো উন্নত করার চেষ্টা করব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত